মিয়া হোসেন শিকদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার ভিত্তিক সামাজিক উন্নয়নমূলক সংগঠন স্বনির্ভর সমাজ এর উদ্যোগে মিয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। কক্সবাজার শহরের সমিতি পাড়াস্থ উক্ত স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
মিয়া হোসেন শিকদার জুনিয়র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর সমাজের সহ-সভাপতি জনাব হাবিব উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার মূল প্রতিপাদ্যই হলো নিরক্ষরমুক্ত বাংলাদেশ। তাই, স্বপ্নের দেশ গড়তে হলে উঠতি প্রজন্মের শতভাগ শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে।” এসময় তিনি নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
উক্ত কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর সমাজের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, অফিস সম্পাদক মোহাম্মদ ইয়াসিন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।